তোমরা আমায় কী বুঝাইবা আমি পুইড়া হইছি কয়লা
তোমরা আমার কী বুঝাইবা আমার অন্তর পুইড়া কয়লা,
ও আমি জানি গো বন্ধুয়ার পিরিতে কত জ্বালা
ও আমি বুঝি গো বন্ধুয়ার পিরিতে কত জ্বালা।।
এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে ভালা (সই গো)
উপর উপর দেখতে ভালা আমার অন্তর পুইড়া কয়লা,
ও আমি জানি গো বন্ধুয়ার পিরিতে কত জ্বালা
ও আমি বুঝি গো বন্ধুয়ার পিরিতে কত জ্বালা।।
যুগের পর যুগ রইলাম আমি গেঁথে নামের মালা (সই গো)
নেয় না মালা, দেয় না গলে বন্ধু করে ছলাকলা,
ও আমি জানি গো বন্ধুয়ার পিরিতে কত জ্বালা
ও আমি বুঝি গো বন্ধুয়ার পিরিতে কত জ্বালা।।
দু:খের পরে সুখ আসে আর জ্বালার পরে ভালা (সই গো)
মালেকে কয় আসবেন কবে আমার বন্ধু চিকন কালা,
ও আমি জানি গো বন্ধুয়ার পিরিতে কত জ্বালা
ও আমি বুঝি গো বন্ধুয়ার পিরিতে কত জ্বালা।।