(তাল – একতাফা)
আমি পড়েছি অকুল পাথারে এখন উপায় কি করি।
আমার কর্ম্ম দোষে ব খোয়ালেম, না পেলে চরণ তরী।।
১। পাপেতে ভরেছি ভরা, পাই না আমি কুল কিনারা, নদীর তরঙ্গ ভারী।
তাতে কু-পবনের হাওয়া লেগে, উথলে তুফান ভারি।।
২। একে আমার জীর্ণ তরী, কু-পবনের প্রবল ভারি, আমি উপায় কি করি।
আর ছয়জন দাঁড়ি, যুক্তি করি, ঘোলার দিকে নেয় তরী।।
৩। হাইল ধরিয়ে আছি বসে, নদীর কিনার পাবার আছে, হাইলে মানেনা বারি।
দয়াল গুরুচাঁদ মোর, কর উপায়, সে যে ভব কান্ডারী।।
৪। দীনা বলে হরি গোসাই, রক্ষার মালিক আর কেহ নাই, ডুবল এ মানব তরী।
তুমি এ বিপদে, কর দয়া, নহে ডুবিয়া মরি।
………………………………
রাগিনী – উরয়ালী