(তাল-ঠুংরী)
আমি বলবো কিরে আর
তত্ত্ব বিনে যায়না কখন, মনেরি বিকার।
দেহ নবরত্ব না করলি যত্ন,অযত্নে ধন হারালি তোর।।
১। গঙ্গা, যমুনা, সরস্বতী, আরও আছে হর পার্ব্বতী।
দ্বিদলে করেন বসতি, ত্রিবেণরি জল বয়ে নিরন্তর।।
২। ভগবান সে না হয় মানুষ, না হয় প্রকৃতি বা পুরুষ।।
আত্মা রূপে হৃদ পম্মে রয় বেহুশ
কখন সাকার হয় নিরাকার।।
৩। পৃথিবীর ঐ দ্বাদশ পদ্মে, এ দেহ স্থিতি তার মধ্যে।
(সাড়ে) চব্বিশ চন্দ্র হস্ত পদে, গন্ডস্থল, বক্ষ ভ্রু পর।।
৪। গুহ্যমূলে চর্তুদ্দলে, স্থিতি হয় জীব মূলাদারে।
রাগবাদিনী জিহ্বা পরে, বিরাজ করে সে অনিবার।।
৫। আবেগ খায় আর আবেগ রান্ধে, নাভিমূলে, দশম দলপদ্মে।
হংস রূপে বিহার করে, সে নীল পদ্ম ঐ সরবর।।
৬। আদিত্য কয় তত্ত্ব ছাড়া, মিলেনা সে অধর ধরা।
হরি গোসাইর করণ করা, দীনা করগে এই কর্ম্ম সার।।
…………………………………
রাগিনী-বিরহাসী