ভবঘুরেকথা
ফকির লালন সাঁই

আমি বাঁধি কোন মোহনা।
আমার দেহ নদীর বেগ গেল না।।

নদীতে নামি নামি আশা করি
মাঝখানে সাপের হাড়ি
কুমিরেই থানা;
ছয় কুমিরেই যুক্তি করে
ঐ নদীতে দিচ্ছে হানা।।

কালিদার পূর্ব ঘাটে
তিন নালে এক ফুল ফুটে
সে ফুল তুলতে যেও না;
সে ফুল তুলি তুলি আশায়
ছয় পাগলের গোল গেল না।।

বে-যোগেতে স্নান করিতে যায়
সে তো মানুষ মরা খায়
সে ঘাটের সন্ধি জানে না;
লালন কয় সে ঘাটে ইন্দ্ররিপু
আমি তাঁরে চিনি না।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!