(তাল-ঠুংরী)_
আমি ভজলেম না গুরুর চরণ,
কিসে মিলবে গুরু বস্তু ধন।
আমার গোনার দিন ফুরিয়ে গেল হে,
কোন দিন যেন হয় মরন।।
১। রলেম বৃথা কাজে, সংসার মাঝে,
চললেনম না তাই আপন বুঝে।
তোমায় নাহি পূজে, মায়ায় মজে হে,
কবি রঙ্গে ভঙ্গে কাল যাপন।।
২। সৎসঙ্গ ভিতরে গেলে,
সৎ কথায় মোর মন না চলে।
আমার মন মজে কু-মতির ছলে,
ফিরে না ঐ দুষ্ট মন।।
৩। যথা হরি নাম সংকীর্ত্তন হয়,
সময় কাটাই বাজে কথায়।
আমি কর্ম দোষী হে দয়াময়,
নিলেম না তোমার স্মরণ।।
৪। দীনা বলে হরি গোসাই
পদতলে আমায় দেও ঠাই।
গুরু তুমি বিনে মোর কেহ নাই,
অন্তে পাই যেন শ্রী চরণ।।
………………..
রাগিনী-আকালা