আমি ভাবছিলাম কি এই রঙে
দিন যাবেরে সুজন নাইয়া
পার করো দুঃখিনী রাধারে।।
কুক্ষণে বাড়াইলাম পাও
খেয়াঘাটে নাইরে নাও,
খেয়ানীরে খাইলো
জংলার বাঘে রে সুজন নাইয়া।।
যে আমারে করবে পার
তারে দিবো গলার হার,
আরো দিবো লাখের
যৌবনরে সুজন নাইয়া।।
আশা নদীর কূলে বইয়া
কান্দে উকিল পন্থ চাইয়ারে,
মথুরার সময় গেলো
বইয়া রে সুজন নাইয়া।।