আমি মইলে কি লাভ তোর
বন্ধুরে মইলে যদি হও সুখি,
প্রাণ নিতে রাইখ না বাকি
পাখি উড়ে শূন্য হোক পিঞ্জর।।
দেহ পিঞ্জর হলে শূন্য
তোমায় লোকে বলুক ধন্য
এই মরণের করি না আর ডর।।
তোর সনে করে পিরিতি
আঁধার হলো চোখের জ্যোতি
ভাবে বুঝি উকিল তোমার পর।।
আমি মইলে কি লাভ তোর
বন্ধুরে মইলে যদি হও সুখি,
প্রাণ নিতে রাইখ না বাকি
পাখি উড়ে শূন্য হোক পিঞ্জর।।
দেহ পিঞ্জর হলে শূন্য
তোমায় লোকে বলুক ধন্য
এই মরণের করি না আর ডর।।
তোর সনে করে পিরিতি
আঁধার হলো চোখের জ্যোতি
ভাবে বুঝি উকিল তোমার পর।।