আমি মদ খেয়েছি, মাতাল হয়েছি।
সরিয়ে দাঁড়া তোরা, যতো মাওলানা।
লাগিলে মদের গন্ধ, হবে মন্দ
ইবাদতি তর, আর হবেনা।
মদ খেয়েছি, মাতাল হয়েছি।
সরিয়ে দাঁড়া তোরা, যতো মাওলানা।
মদ নাপাকের ছোঁয়া পেলে
পাক হবেনা শত ধুইলে।
ওজু গোসল যাবে রসাতলে।
সমাজ কুলে তর ঠাঁই হবেনা।
মদ খেয়েছি, মাতাল হয়েছি।
সরিয়ে দাঁড়া তোরা, যতো মাওলানা।
মুর্শিদ নামের সরাব খাবো
ঐ নামে গজল গাবো।
মুর্শিদকে পাইলে আমার খোদা পাবো।।
ঐ নামে জগৎ দিওয়ানা।
আমি মদ খেয়েছি, মাতাল হয়েছি।
সরিয়ে দাঁড়া তোরা, যতো মাওলানা।
তোগো হাদিস তোগো কোরান
বেহেশত যোজক তগো বিধান।
ইশকে ফানা আমি মজনু দিওয়ানা
আইন কননের ধার ধারিনা।
মদ খেয়েছি, মাতাল হয়েছি।
সরিয়ে দাঁড়া তোরা, যতো মাওলানা।
নামাজ তোগো রঙ তামাসা
দোজখের ভয়ে বেহেস্তে আসা
মাতাল রাজ্জাকে চায় ভালোবাসা।
আশার বাসা আমার ভেংগে যেয়োনা।
মদ খেয়েছি, মাতাল হয়েছি।
সরিয়ে দাঁড়া তোরা, যতো মাওলানা।