আমি মদ খেয়েছি মাতাল হইয়াছি
সরিয়া দাড়া তোরা যত মাওলানা
গন্ধ লাগলে মন্দ হবে
এবাদত আর হবে না
সরিয়া দাড়া তোরা যত মাওলানা।।
মদ না পাকের ছোঁয়া পেলে
পাক হবে না শত ধুইলে
যাবে শরিয়তী তোর রসাতলে
সমাজ কূলে ঠাঁই হবে না
সরিয়া দাড়া তোরা যত মাওলানা।।
তোগো হাদিস তোগো কোরান
বেহেশত দোজখ তোগো বিধান
আমি এসকে কানা
মজনু দেওয়ানা
আইন কানুনের ধার ধারি না
সরিয়া দাড়া তোরা যত মাওলানা।।
মুরশিদ নামের সরাপ খাবো
ঐ নামেরই গজল গাবো
মুরশিদ পাইলে খোদা পাবো
যার লাগি এই জগৎ দেওয়ানা
সরিয়া দাড়া তোরা যত মাওলানা।।
নামাজ রোজা তোগো রং তামাশা
দোজখের ভয় বেহেশতের আশা
মাতাল রাজ্জাক চায় ভালবাসা
বেহেশত দোজখের ধার ধারি না
সরিয়া দাড়া তোরা যত মাওলানা।।