আমি যদি ফকির হইতাম
না থাকিত ঘরবাড়ি,
রাস্তায় রাস্তায় ঘুরিতাম আমি
গাউসুল আজম নাম ধরি।।
হাতে তসবি গলায় মালা
সঙ্গে কম্বল বাটি থালা,
রইত না রে বিষয় জ্বালা
মিছে মায়ার সংসারী।।
পিন্দনে গেরুয়া বসন
প্রেমময় বিশ্বভূবন,
খুলে যাইত অন্ধ নয়ন
দেখিতাম সোনার পুরী।।
জন্ম জন্মের অপরাধ
মিটিল না মনের সাধ,
গফুর হালীর এই জনম বাদ
গেল রে ঘুরিফিরি।।