আমি যার সন্ধানে নামলাম পথে
সে যেন মোর কতোই দূরে,
আমি তার লাগি বিরাগী হয়েরে
সারাজনম বেড়াই ঘুরে।।
অসীম পথের সীমারেখা
মলিন চোখে যার না দেখা
অচিন পথে চলি একা পথ শুধাবো কারে;
আমার মন বুঝে কেউ কয় না কথারে
যে ব্যথায় তার অন্তর পুড়ে।।
রাতের তারা আকাশের গায়
নিশীথ অভিসারে ধায়
তারায়ো বুঝি তাহারে চায় আমি চাহি যারে;
আরো নদী ধায় সাগর সন্ধানেরে
ছলোছল কলোসুরে।।
জোনাকি জ্বালিয়ে রাতি
খুঁজে ফিরে হারা সাথি
ঘুরে মর সারারাতি বিয়োগ বেদন ভরে;
ডাকে ঘুম জাগা এক রাতের পাখিরে
আনমনে কাননপুরে।।
পথ পাওয়ার সৎ পরামিশে
আমি নিলাম না কুসঙ্গে মিশে
জ্বলে মরি বিষমবিষে মিছে মায়া ঘোরে;
এবার হারানো পথের পরে রে
পাগল বিজয়ের দুই নয়ন ঝরে।।