আমি লাজে মরি কিযে করি
গলায় দড়ি দিয়া
বিপদে পইড়াছি বড়
বাউল গান শিখিয়া
আমি লাজে মরি।।
ভেবেছিলাম গানের জগৎ
খুবই একটা ভাল
আমি গান শিখিবো বাউল হব
জ্বালবো জ্ঞানের আলো
দেখলাম বাউল হইয়া
গানে গিয়া কপাল বড় পোড়া
এই গান গাইয়া বেড়ায় ইতর ফাতরা যারা
আমি লাজে মরি।।
সাধু মহৎ বাউল ছিলো,যত জ্ঞানী গুনি
পালাইয়া গেছে তারা, গানে নামছে খুনি
ওরা গায়ের জোরে মুরুব্বিরে করে অপমান
কথায় কথায় তুইলা বহে
হাদিস আর কোরআন
আমি লাজে মরি।।
ঢিলাঢোলা পান্জাবী গায়,মাথায় লম্বা চুল
নিজেরে পরিচয় দেয় সে, মস্ত এক বাউল
শেষে বায়না লইয়া গানে গিয়া
আন্তাজে গান তুলি
নিজে খায় জোতার বারি
তার মা বাপ শুনে গালি
আমি লাজে মরি।।
কেউ ক্যাসেটে দুলাভাই
কেউ হইয়াছে শালি
কেউ সাজিলো সুজন বাইদ্দা
কারো মাথায় চুরির ঢালি
কেহ নানা হইলো জড়ায়ইলো
নাতিনেরে গিয়া
দিলো বাউলের কপালে কালি
এই সব ক্যাসেট দিয়া
আমি লাজে মরি।।
গান না শিখিয়া কিছু মাইয়া
গানের সুযোগ নিয়া
বছরে বছরে বহে সাত আট খান বিয়া
কেহ স্বামী হারা খাইছে ধরা
রাখছে উপ স্বামী
আবার কেহ স্বামী থুইয়াই
করতেছে ভন্ডামী
আমি লাজে মরি।।
মান্য গন্য নাই আর এখন
উল্টা গেছে ধারা
চেয়ারে বইয়া পা ঝুলাইছে
চোট গায়ক যারা
ওরা চোখ উল্টাইয়া ঠমক দিয়া
চলে আরে ঠারে
পোষাকের বাহার দিয়া কত সাধু মারে
আমি লাজে মরি।।
আছে কিছু গানের মাইয়া অল্প বইস্যা ছেরি
বিয়া সাদির ধার ধারেনা,জামাই গন্ডাচারি
যত চরিত্র হীন লজ্জা বিহীন
দিছে গানের মাথায় বারি
হাই কোর্ট আর মিরপুরে কত বারি বুরি
আমি লাজে মরি।।
এখনো সময় আছে আল্লার কাছে
ক্ষমা চাইয়া নিও
কার জীবনে কি কইরাছো
মনেরে জিগাই ও
একদিন ডুববে তরী বোঝাই ভারী
পাপে গেছে ছাইয়া
একদিন ও ভাবলি না তুই
কানবি, পার ঘাটাতে বইয়া
আমি লাজে মরি।।
দারুন বিধি বাম হইবো
গজব ঢাইলা দিলো
মাতাল রাজ্জাকেরে কেনো খোদায়
এই গানে নামাইলো
ছিলো জমিদারি বাবুগিরি, গেল ফুরাইয়া
এই মোনাজাত করি খোদা
লও আমায় উঠাইয়া
আমি লাজে মরি।।