আরে ও আষাঢ়িয়া পানি
কার্তিক মাসে থাকবে না তোর সাধের জোয়ানি।।
ঘাটে ঘাটে বান্ধা আছে সুন্দর তরণী
সুন্দর বউ আসে ঘাটে শুনে খলখলানি।।
শ্রাবণ সংক্রান্তি মাসে লাগে নাও দৌঁড়ানি
লাছাইতে লাছাইতে ভাঙে সুন্দর নাওখানি।।
কেউ হারে কেউ জিতে কেউ খায় মণ্ডা-চিনি
কেউর নাও যায় ভাঙিয়া কেউর মাথা ঘুরানি।।
মনউল্লাসে কতজনায় নাও দিয়া যায় বেড়ানি
উকিলের ভাঙা নাও, সেচিলেও না ফুরায় পানি।।