আরে ও রঙ্গিলা নায়ের মাঝি-
এই ঘাটে লাগাইয়া নাও
নিগুম কথা কইয়া যাও শুনি।।
ভাইট্যাল সুরের তাপেরে তাপে কাঁপে গাঙ্গের পানি
ঢেউ লাগিয়া যায় ভাসিয়া কাঙ্কের কলস খানি ও।।
দখিন হাওয়া ওড়ে বাদাম ছঁইয়ার উপর ছানি
ঝিলমিল কইরা শাড়ীর অঞ্চল লইয়া যায় পরানি ও।।
যে নিয়াছে প্রাণ তোমারই সে বা কেমন ধনী
আমি কলশি ভাসাইয়া জলে দরিয়ার ঢেউ গুনি ও।।
যৌবন কালে জালাল বলে কারে আপন জানি
নানান রঙ্গে জল তরঙ্গে ভাইস্যা যায় জোয়ানি।।