আর আমায় বলিস নারে
আর আমায় বলিস নারে শ্রীদাম ব্রজের কথা।
যার কারণ পেয়েছিরে ভাই প্রাণ ব্যথা।।
ছিলো মনের তিনটি বাঞ্ছা
নদীয়ায় সাধবো আছে ইচ্ছা প্রেমঋণে গাঁথা
সেই কারণে নদে ভুবনে জাগে হৃদয়লতা।।
ছিদামরে ভাই বলি তোরা
ফিরে যা ভাই আপন ঘরে কে বোঝে এই প্রাণে ব্যথা,
মনের কথা প্রাণের ব্যথা বলবো না তা।।
যার কারণে বইরে বাদা,
শোন বলিরে ছিদাম দাদা ও সে নন্দপিতা,
তাই ভাবে বলছে লালন ধন্যরে যশোদা।।
…………………………………..
চিত্র:
ফকির লালন সাঁইজির প্রকৃত কোনো ছবি নেই। ব্যবহৃত ছবিটি লালন ফকিরের কাল্পনিক ছবি মাত্র। বহুল ব্যবহৃত হলেও এই ছবির সাথে লালন সাঁইজির আদৌ কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায় না।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….