আর কতকাল আমায় কাঁদাবি
আর কতকাল আমায় কাঁদাবি
ও রাই কিশোরী,
আমি তো তোমার অনুগত
ছরণের ভিখারী।।
ও রাই তোমার জন্যে গোলোক ছেড়েছি
সকল ছাড়িয়ে মানবদেহ ধরেছি
আর কী বাকি আছেরে;
এ ভাব করিয়ে স্মরণ, তুমি দাও হে চরণ
আপাতত: প্রাণ শীতল করি।।
বনে বনে ধেনু চরায় কেবা রাই
তোমার চন্দ্রবদন হেরিব মনে অন্য আশা নাই
ঐ রূপ জাগে যখন অন্তরে;
তখন উদাস মনে, ঘুরি বনে বনে
আবার মুগ্ধমনে বাজাই বাঁশরী।।
তোমার পদে সব সঁপেছি কী আর বাকি রেখেছি
নিজহাতে দাসখত লিকে দিয়েছি
তাইতে বলি তোমারে;
লালন ভনে লুলিতা বিশাখা বিহনে
তুই তারে পায় ধরালি প্যারী।।
…………………………………..
চিত্র:
ফকির লালন সাঁইজির প্রকৃত কোনো ছবি নেই। ব্যবহৃত ছবিটি লালন ফকিরের কাল্পনিক ছবি মাত্র। বহুল ব্যবহৃত হলেও এই ছবির সাথে লালন সাঁইজির আদৌ কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায় না।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….