আর কতো কাল ঘুরবো দয়াল পথের কাঙ্গাল হয়ে।
আমি কোন পথে যাই তোমার কাছে রে
আমায় কেউ তো দেয় না কয়ে।।
কোথায় ছিলাম কোথায় এলাম আনিলো বা কে?
আবার ইহার পর কোন দেশে যাবো অজানা ডাকে;
আমি ঘুরে মরি পথের বাঁকে
দয়াল বুক ভরা দু:খ লয়ে।।
ছিলেম বা কি হলেম বা কি আর কি বা হবে
কি করতে কি করে গেলাম কেন এলাম ভবে;
আমার এই ভাবে কি জীবন যাবে
শুধু ভূতের বোঝা বয়ে।।
বিশ্ব যখন বিমুখ হয়ে উঠে সহসা
দুর্দিনে ঘনায়ে আছে দু:খের বরষা;
দয়াল তুমি এক মাত্র ভরসা
আছি তাই ব্যথা বেদন সয়ে।।
পাগল বিজয় বলে, পরান প্রিয় পরিচয় কি দেবো
আমি জানি না তুমি আমার কে আমি তোমার কেবা
তবু তোমার লাগি নিশিদিবা
আমি কাঁদি রয়ে রয়ে।।