আর কতো ভোজাবাজির খেলা খেলবি মিছে বল
সাধুরে ভাই সময় বুঝে সহজ পথে চল।
শুধু গোড়ামিতে গড়াগড়ি দিয়ে গড়াস না আর দল।।
হরি বলে লাফালাফি করলে সাধু ভাই
জীবনে কি লাভ হয়েছে হিসাব রাখা চাই
আর তো জমা খরচ নাই;
নামে লাভ হবে যা জানিও তাই
জীবনেরর সম্বল।।
অসুর স্বভাব পশুর বৃত্তি যদি না ঘোচে
পরের বাড়ির তেল জল মাখলে চুল দাড়ি মোঁচে
তাতে ময়লা কি মোছে;
তোমার মাল কোঠা ইঁদুরে খোঁচে
নাম করায় কি ফল।।
হরিবোলা হরবোলা লোক দেখো পাড়া-গাঁয়
কৃষ্ণ ভক্ত দেখলে তাদের আগুন জ্বলে গায়
কৃষ্ণ ভক্ত দেখলে তাদের আগুন জ্বলে গায়
কৃষ্ণ নামে বাধা দেয়;
এ যে নাম অপরাধ শাস্ত্রেতে গায়
আচার খাওয়া ফল।।
কালী কৃষ্ণ হর হরি বিধি শ্রীনিবাস
একি সত্য বিশ্বে তাহার বিবিধ প্রকাশ
মূলে এক শক্তির বিকাশ;
যার এই সত্যে জন্মে নাই বিশ্বাস
সবি তার বিফল।।
নদীর বুকে তুফান ফেলে দেখায় বহুতম।
তুফান নদী পৃথক নহে প্রকৃতির নিয়ম
মাত্র প্রকাশের তারতম;
যে-জন এই নিয়ম করে অতিক্রম
তরি তার অচল।।
সাধু -গুরু মতুয়া কি বৈষ্ণবগোসাই
ভাবরাজ্যে সকলকে যেন এক জায়গায় বসাই
ভুলে গিয়ে কুলের বড়াই;
পাগল বিজয় বলে, দিয়ো সবাই
চরণধোয়া জল।।