আর কত কাঁদাবি আমায় ওহে গুরুধন,
এবার বিনোদ বেশে দাড়াও এ সে, দেখে লই জন্মের মতন।।
তুমি আমার সাধনের ধন, দুখপাশরা নয়নতারা, অমূল্য রতন,
আমার আর কোন ধন নাই দরদী, পূজি কেবল ঐ চরণ।।
আমার মনে এই আকিঞ্চন, হৃদকমলে বসাইয়ে পূজিব চরণ,
আমার অনুরাগ তুলসী দিব, দিব শ্রদ্ধা রস চন্দন।।
এই ভবে এলেম কত বার, কতবার গত হল ভজলাম না এক বার,
আমার এই বার যদি যায় বিফলে, ভবে বেঁচে আর কি প্রয়োজন।।
তোমায় যদি পেয়েছি একবার, প্রাণান্তে ছাড়বোনা তোমায় প্রতিজ্ঞা আমার।
গুরু তুমি যদি ছাড় আমায়, আমি ছাড়বোনা কখন।।
কেঁদে বলে অশ্বিনী, কাতরে করুণা কর হে চিন্তামণি,
তোমার দীন দয়াময় নামটি শুনি, ঐ ভরসায় নিলাম স্মরণ।।