মন তোমার এই কপালে কি আছে
( জানো নারে মন )
আর কবে জাত হবা
ঘাটে তোমার পা গিয়াছে।।
এখন মন পরো নারী
দেখলেই কাত হরণ করি
পিছে যম দিয়াছে গলায় দড়ি
রঙ্গের বাড়ি তোর ভাঙ্গায় পরেছে
ঘাটে তোমার পা গিয়াছে।।
মাক্কেলের ফল দেখতে ভাল
উপরে লাল তার ভিতর কালো
বুঝি তোমার দশা তাই হইলো
পরলো মন চৌরাসীর প্যাচে
ঘাটে তোমার পা গিয়াছে।।
লংকা পতি রাবণ ছিলো
রামের সীতা হরণ করলো
তাই রামের বিমতী হইলো
তারে প্রাণে বেধেছে
ঘাটে তোমার পা গিয়াছে।।
হলি রং মহলে রঙ্গের রাজা
উড়ালি দুনিয়ার মজা
আছে মাতাল রাজ্জাকের কপালে সাজা
অনুমানে তা বোঝা গেছে
ঘাটে তোমার পা গিয়াছে।।