আর কিছু ধন চাই না ভবে আনন্দে থাক আমার মন
নিরানন্দই দোজখ হেথা করে দেখছি অনুসন্ধান।।
ভাগ্য সবের সঙ্গের সাথী তারে নিয়েই জলছে বাতি
কাজ করে খাই দিবারাতি দিন যাইতেছে এক সমান,
ন্যায়ের পথে সত্য টেনে রাখছি শুধু এ জীবনে
মিছে কেন অকারণে মানব এসব শাস্র বিধান?
কী কাজ দেখে কথা বলা বের করিয়া লম্বা গলা
নিজের হাতে কানমলা খাবে যাদের আছে ঞ্জান,
লেখে ছেড়ে দেখা বিচার করে নিলেই বুঝবে সার
ধর্মের উল্টা চলাই এবার আমার মতে ধর্ম বিধান।।
কল্পনাতে জগত চলে মানুষের এই বুদ্ধি বলে
পুড়বে যারা প্রেমানলে সার করবে সে বন-শ্মশান,
মনের মানুষ বানাইয়া পড়ে থাক তারে লইয়া
জালাল উদ্দীন কয় ভাবিয়া ছাড়িস না তুই খোদার ধ্যান।।