আর কিছু না মানে আমার প্রাণে গো গৌর বিনে।
এগো গউর চরণ গৌর বরণ গৌররূপ নেহারে গো।।
গৌরাচান্দের রূপমাধুরী না হেরিলে প্ৰাণে মরি
তারে দেখলে বাঁচি নইলে বাচিনা গউর বিনে।।
ভাইবে রাধারমণ বলে ঐ বাসনা আমার মনে গো
আমার মনে লয় তার দাসী হইয়া রাইতাম রাঙা পায়ে।।