আর কিছু পাইনে সখী দেখিতে
নয়ন ফিরাতে জ্যোতি নাই তাতে,
গৌররূপ চপলা চকমকি চাকচকি লেগেছে চক্ষেতে।।
যদি গৌররূপ ভুলে থাকি।
তবে গৌরময় সকল দেখি, অসার সংসার সব ফাঁকি,
গৌর আমায় গৌর করল নাকি, কি হলেম সই কি হতে।।
যেন আমাতে আর নাই আমি,
ভেবে দেখি কার আমি, ও চাঁদ গৌরের আমি
ও সেই গৌরের গৃহিণী, হয়ে আছি গৌর গৃহেতে।।
আমি কি দেখিতে কি দেখি,
গৌর রূপের মধ্যে কি, যেন কাল মাণিক্য
শিরে শিখি পাখা বাঁকা আখি, বনমালা গলেতে।।
মহানন্দ বলে তারকেরে,
কাজ কি এবার সংসারে, কাজ কি এ জীবন ধরে
চল যাই গোলকচাঁদের চরণ ধরে, যাই গৌরের বাস হতে।।