আর কি অলি আমার বসিবে ফুলে।
স্বর্ণ কমল মলিন হইল-
যৌবন কলি আমার শুকাইলে ডালে।।
আমি পাগলিনীর বেশে ঘুরি দেশে দেশে
কেউ না ভালবাসে আমায় দেখিলে,
আমার গেল রূপ-বাঁশি হয়েছি দোষী
মন্দ বলে প্রতিবেশী, আমায় দেখিলে।।
লোকের নিন্দন করেছি পুষ্প চন্দন
কলঙ্ক অলংকার করে পরেছি গলে,
কাঙাল উকিলে কয়, পাইলাম না সময়
সোনার যৌবন আমার গেল বিফলে।।