আর কি আসবে সেই গৌর চাঁদ
আর কি আসবে সেই গৌর চাঁদ
এই নদীয়ায়,
সে চাঁদ দেখলে গো সখি
তাপিত প্রাণ শীতল হয়।।
চাতকরূপ পাখি যেমন
করে সে প্রেম নিরূপণ,
আছি তেমন প্রায়, করে বা শুধাই
সে চাঁদের উদ্দিশ কে কয়।।
একদিন সে চাঁদ গৌরাঙ্গ
গোপীনাথতলায় গেলো,
হারায় সেথায়, সোনার নদীয়ায়
সেই হতে অন্ধকার হয়।।
গৌরচাঁদ এই সচক্ষে
যে জনা একবার দেখে,
দু:খ দূরে যায়, ভজনহীন তাই
লালন কি তা জানতে পায়।।
…………………………………..
চিত্র:
ফকির লালন সাঁইজির প্রকৃত কোনো ছবি নেই। ব্যবহৃত ছবিটি লালন ফকিরের কাল্পনিক ছবি মাত্র। বহুল ব্যবহৃত হলেও এই ছবির সাথে লালন সাঁইজির আদৌ কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায় না।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….