আর তো কালার সে ভাব নাইকো সই
আর তো কালার সে ভাব নাইকো সই।
ত্যাজিয়ে মদন প্রেম-পাথারে
খেলছে সদায় প্রেম ঝাঁপাই।।
অগুরু চন্দন ভূষিত যে সদায়
সেই কালাচাঁদ ধুলায় লুটায়,
থেকে থেকে বলছে সদায়
সাঁই দরদী কই গো কি।।
কিংশুক বিরিঞ্চি আদি যার
অঁচলা ঝোলা করুয়া কোপিন সার,
শেষ লীলে করলেন প্রচার
আনক আইন দেখনা ঐ।।
বেদবিধি ত্যজিয়ে দয়াময়
গোরা ভাব আনলেন নদীয়ায়,
ফকির লালন বলে আমি সে ত
ভাব জানিবার যোগ্য নই।।
…………………………………..
চিত্র:
ফকির লালন সাঁইজির প্রকৃত কোনো ছবি নেই। ব্যবহৃত ছবিটি লালন ফকিরের কাল্পনিক ছবি মাত্র। বহুল ব্যবহৃত হলেও এই ছবির সাথে লালন সাঁইজির আদৌ কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায় না।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….