আলিফ আর লাম-মিমেতে
আলিফ আর লাম-মিমেতে
কোরান তামাম শোধ লিখিতে।।
আলিফ আল্লাজী, মিম মানে নবী
লামের হয় দুই মানে,
এক মানে শরায় প্রচার
আরেক মানে মারফতে।।
দরমেয়ানি লাম, আছে ডান বাম
আলেফ মিম দুইজনে,
যখন গাছ বীজ অঙ্কুর এইমতো ঘুর
আমি না পারি বুঝিতে।।
ইশারার বচন কোরানে যেমন
হিসাব করো এই দেহেতে,
পাবি লালন সব অন্বেষন
ঘুরিসনে ঘোরপথে।।
…………………………………..
চিত্র:
ফকির লালন সাঁইজির প্রকৃত কোনো ছবি নেই। ব্যবহৃত ছবিটি লালন ফকিরের কাল্পনিক ছবি মাত্র। বহুল ব্যবহৃত হলেও এই ছবির সাথে লালন সাঁইজির আদৌ কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায় না।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….