ফকিরের ভেদ জানে আল্লাহ, আল্লাহর ভেদ জানে ফকির।
ডাকো মন আল্লাহ আল্লাহ, আল্লাহ করবে তোমার জিকির।।
স্বভাবের অভাব হলে, আম্মারা উর্ধ্বে চলে
শত সহস্র দলে, আসে রজো রসে চলে
তম রস উল্ঠা চলে, দেহ মন আর রয়না স্থির।।
সুলতানান নাসিরাতে, ‘হু’ শব্দ রয় সেফাতে
আল্লাহ তো এসমে জাতে, হয় না জাহির
খালাকাল আদম ছোরাতে, সামনে বসা আপনা পীর।।
বলি মন এসকো ছাড়া, গেলে ওরা-উল-ওরা
হঠাৎতে যাবি মারা, হইয়া অস্থির
হাসানে কয় কাবা কাউছাইন, গোপনের ভেদ হয় না জাহির।।