মন তোর, আল্লাহ আপন ঘরে।
একবার নয়ন ভরিয়া দেখো তারে।।
লক্ষ কোটি ঘরে একা, কেমনে হবে আল্লাহর দেখা
তাই মানুষের মনে ধোকা, সদায় ঈমান নড়ে চরে।।
রূহু মানে চেতন শক্তি, তাতে জাগে বিশ্বাস ভক্তি
যেমন একটা সূর্যের জ্যোতি, সারা বিশ্ব আলো করে।।
বায়াত হইয়া পীরের কাছে, আইনাল একীনে যে রয়েছে
রূহুর ছোরাত সে দেখেছে, বসিয়া দমের ঘরে।।
লা-ইলাহা-ইল্লালা দমে, দেখা পায় আখফা মুকামে
ডাইনে আল্লাহ রূহু বামে, দেখনা হাসান নয়ন ভরে।।