ভবঘুরেকথা
রাধারমণ দত্ত

আশানি পুরাইবায় গুনমণি রে দীনের নাথ বন্ধু
আশারি পুরাইবায় গুনমণি।। ধু।।

ত্রিভুবন ভরমনা করি না পাইলে তোমারে-
বাউল মনায় বিন্ধা করি ঘুরাস কত ঘুরনি রে।।

আকাষ্ঠা কাষ্ঠের নৌকা মনুয়াযে কান্ডারী
হৃদ নগরে আছে হাট হুস মাঝি বেপারীরে।।

শিশুকালে দেখা দিয়া-যৌবন কালে ঘুম
উদাসী করিলা দিয়া কুটানারকোর চূমরে।।

কামক্রোধ ছাড়ি দিয়া হইয়া আউল
আশাপূর্ণের দিশা রাখে রমণ বাউলরে।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!