আশা পূর্ন হলো না
আশা পূর্ন হলো না।
আমার মনের বাসনা।।
বিধাতা সংসারের রাজা
আমায় করে রাখলেন প্রজা,
কর না দিলে দেয় গো সাজা
কারো দোহাই মানেনা।।
বাঞ্ছা করি যুগল পদে
সাধ মিটাব ঐ পদ সেধে,
বিধি বৈমুখ হলো তাতে
দিল সংসার যাতনা।।
পড়ে গেলাম বিধির বামে
ভুল হলো মোর মূল সাধনে,
লালন বলে এই নিদানে
মুর্শিদ ফেলে যেও না।।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন-
voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….