ভবঘুরেকথা

ক্কিদওয়াতুছ ছালেকিন যুবদাতুল আরেফিন
আব্দুল লতিফ শাহে ফুলতলী,
ইসলামেরী চেরাগ তাওহিদি দেমাগ
আশেকে রাছুউলুল্লা আল্লার ওলী।।

পীরে কামিল মুর্শিদে মুকাম্মিল
ফয়েজ হাছিল শুনলে মধুর বুলি,
হৃদয়ের জংগার, প্রেমে পরিষ্কার
ভক্তজনার ক্বলবের দুয়ার, আপনে যায় খুলি।।

দমে দমে ইল্লাল্লা আশেকে ফানাফিল্লা
ঐ পথে রাহেলিল্লা, আছো বলি,
আশেকান যারা, চার তরিকায় তাঁরা
পাইয়া প্রেম ইশারা, ভরতেছে ঝুলি।।

তজবিদের সাথে, কোরান পাঠ করিতে
শুনা যায় বেহেস্ত বাগানের বুলবুলি,
পাষাণের মত শক্ত মন,থাকে যদি কোনজন
তার অন্তরেও জাগে এস্কে জালালী।।

শাহে বদর পুরী, খাওয়াইলেন মুখের সুপারি
গায়েবি ইলিম লুদুনী, দিলেন ঢালি,
লতিফি ফয়েজ দাও, নুরের ঝলক দেখাও
আমারে বাঁচাও তোমার, নৌকায় তুলি।।

তোমারী খলিফা, যারে করেছো কৃপা
আমার মুর্শিদ শাহ মো. আনাছ আলী,
তুমি আমার দাদাপির, বলে পাগল আমির
ছাকরাতে দেখাইও দীদার, দিও চরণধুলি।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!