আয়াত কোরান পড়ে শুধু, নাম ঠিকানা জানতে পাই।
মানুষ ছাড়া আল্লাহর কোন দলিল নাই।। (নাইরে)
খোদ কায়া তার আদম ছোরত, ছোরত গেলেও থাকে সিরাত
পড়িয়া কোরানের আয়াত, নাম ঠিকানা জানতে পাই,
ধরো মানুষ পড়ো কোরান, মিলে যাবে খোদার সন্ধান
যে কোরানের আছে জবান, সেইখানে বিড়াজে সাঁই।।
মানুষ খোদার বড় কুদরত, তার ভিতরে চল্লিশ আয়াত
পঞ্চ আত্মার পঁচিশ খেতাব, এই খানেতে পঁচিশ পাই,
পাঁচ জাত আর সাত সেফাতে, সাতত্রিশ হইল যোগেতে
বারো যোগ হয় পঁচিশেতে, আরো তিনের খবর চাই।।
গঞ্জ মুখফির গোপন ঘরে, একটা আয়াত তার ভিতরে
আহাদ নাম জপোনা করে, দিবা নিশি বিরাম নাই,
এক আয়াত আহাম্মদ মিয়া, আদম ছোরত বানাইয়া
আহাদে আহাম্মদ হইয়া, প্রেম সাগরে খেলছেন সাঁই।।
আহাদ্ব আহাম্মদ গেলো, ঊনচল্লিশ আয়াত হইলো
মোহাম্মদ এক আয়াত এলো, একের ঘরে দিয়া ঠাঁই,
ইশ্রাইল শাহ কয় মানুষ বড়, হাসান তুমি লক্ষ্য করো
ত্রিশ পাড়া যতোই পড়ো, তার ভিতরে আল্লাহ নাই।।