আয় কে যাবি গৌরচাঁদের হাটে
আয় কে যাবি গৌরচাঁদের হাটে।
তোরা আয় না মনে হয়ে খাঁটি
ধাক্কায় যেন যাসনে চটে ফেটে।।
প্রেমপাথারে তুফান ভারি
ধাক্কা লাগে ব্রহ্মপুরী,
কর্মগুণে কর্মতরী
কারো কারো তাতে বেঁচে ওঠা।।
চতুরালি থাকলে বলো
প্রেমযাজনে বাধবে কলহ,
হারিয়ে শেষ দুইটি কুলও
কাঁদাকাটি লাগবে পথে ঘাটে।।
আগে দুঃখ পাছে সুখ হয়
সয়ে বয়ে কেউ যদি রয়,
লালন বলে প্রেম পরশ পায়
সামান্য মনে তাই কি ঘটে।।
…………………………………..
চিত্র:
ফকির লালন সাঁইজির প্রকৃত কোনো ছবি নেই। ব্যবহৃত ছবিটি লালন ফকিরের কাল্পনিক ছবি মাত্র। বহুল ব্যবহৃত হলেও এই ছবির সাথে লালন সাঁইজির আদৌ কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায় না।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….