আয় গো যাই নবীর দ্বীনে
আয় গো যাই নবীর দ্বীনে।
দীনের ডংকা বাজে শহর মক্কা মদীনে।।
তরিক দিচ্ছেন নবী জাহের বাতেনে
যথাযোগ্য নায়েক চিনে,
রোজা আর নামাজ দেখতো এহি কাজ
গুপ্ত পথ মেলে ভক্তির সন্ধানে।।
অমূল্য দোকান খুলেছে নবী
যেই ধন চাইবি সেই ধন পাবি,
বিনা কড়ির ধন সেধে দেয় এখন
না নইলে আখেরে পস্তাবি মনে।।
নবীর সঙ্গে ইয়ার ছিলো চারি জন
চারকে দিলেন নবী চরি মর্যাদা ধন,
নবী বিনে পথে গোল হবে চারি মতে
ফকির লালন বলে যেন গোলে পরিসনে।।
…………………………………..
চিত্র:
ফকির লালন সাঁইজির প্রকৃত কোনো ছবি নেই। ব্যবহৃত ছবিটি লালন ফকিরের কাল্পনিক ছবি মাত্র। বহুল ব্যবহৃত হলেও এই ছবির সাথে লালন সাঁইজির আদৌ কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায় না।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….