ইন্দ্রিয় দমন আগে কর মন
তা নইলে সাধন হবে না হবে না,
যে উপায়ে মন ঘটিবে বন্ধন
সে পথের অন্বেষণ, কর না কর না।।
পরের কথা শুনে হরি বলে নাচ্ছি
হরি কোথায় আছে তারে কি দেখেছে,
দেখেছ কি পেয়েছ সোনা কৈ কসেছ
নিশ্চিত হয়েছ, পরিণাম ভাবনা।।
ইষ্ট মন্ত্র করিলে গ্রহণ ভাবিলে জপিলে
হবে কি সাধনা,
বীজ অর্থ না জেনে, ভজিলে অনুমাণে
জীবনে কখনও পাবে না, পাবে না।।
আত্মারূপে আছে প্রতি ঘটে ঘটে, না জেনে না শুনে,
বেড়াও ছুটে ছুটে, জ্ঞান আঁখি যার ফোটে,
অষ্টপাশ তারই কাটে
শোনা কথা মোটে, রাধা শ্যাম শোনে না।।