ভেল গায়েবের এবাদতে, ঈমান রাখা বড় দায়।
নষ্ট করে নফছো আম্মারায়।।
এলমালেরো একীন যেইটা, পানি হইতে আসে
লাওয়ামা নফছেরো অধিন, এই দেহেতে আছে,
হুয়ালো একীনের ঈমান, বাতাসেতে যাহার স্থানরে
ওরে সময় কাঁচা, সময় পাকা, মাঝা মাঝি অবস্থায়।।
হক্কেলো একীনো যেইটা, আগুনেরই তাপে
মুলহেমা নফছেরো অধিন, থর থরাইয়া কাঁপে,
মুতমাইন্না নফছটারে, নূরেতে উজালা করেরে
ওরে ১২ আনা ঈমান যাহার, ঐখানে তার পরিচয়।।
কাঁচা মাটির ওযুত হাসান, করতে যাইয়া পাকা
আয়নালো একীনে পাইছে, ইশ্রাইল শাহর দেখা,
১৬ আনা পাকা ঈমান, তার কাছে পাইছে আশেকানরে
ওরে আমলি গোলা বালুর ঘাটে, গেলে কিছু বুঝা যায়।।