উঁচা উঁচা পরবত তঁহিঁ বসই শবরী বালী
মোরঙ্গি পীচ্ছ পরহিণ শবরী গিবত গুঞ্জরী মালী ।। ধ্রু।।
উমত সবরো পাগল শবরো মা কর গুলী গুহাডা তোহৌরি
ণিঅ ঘরিণী ণামে সহজ সুন্দারী ।। ধ্রু।।
ণাণা তরুবর মৌলিলরে গঅগত লাগেলী ডালী
একেলা শবরী এ বণ হিগুই কর্ণকুণ্ডলবজ্রধারী ।। ধ্রু।।
তিঅ ধাউ খাট পড়িলা শবরো মহাসুহে সেজি ছাইলী
শবরো ভুজঙ্গ ণইরামণি দারী পেহ্মা রাতি পোহাইলী ।। ধ্রু।।
হিঅ তাঁবোলা মহাসুহে কাপুর খাই
সুন নিরামণি কণ্ঠে লইআ মহাসুহে রাতি পোহাই ।। ধ্রু।।
গুরুবাক পুঞ্চআ বিন্ধ ণিঅ মণে বাণেঁ
একে শরসন্দানেঁ বিন্ধহ বিন্ধহ পরম ণিবাণেঁ ।। ধ্রু।।
উমত শবরো গরুআ রোষে
গিরিবর সিহর সন্ধি পইসন্তে শবরো লোড়িব কইসে ।। ধ্রু।।
চর্যা ২৮
রাগ বলাড্ডি [বলাড়ি বা বরাড়ি]
শবরপা