উত্তাল তরঙ্গ দরিয়ায়, ডুবদে’রে প্রেমের গোলায়,
এবার ঝাঁপ দেরে প্রেমের গোলায়।।
কলিযুগ ধন্য, জীবের ঘুচাতে দৈন্য,
ওড়াকান্দি অবতীর্ন, হরি চৈতন্য।
হরিণাম বিনে গতি নাই অন্য, পান কর নাম রসনায়।।
হরি প্রেম মদে হও রে বিভোর, নেশা ছুটবে নারে তোর,
হরিণামের গাঁজা খেয়ে, হও রে নেশাখোর।
মহাভাবে বিভোর হয়ে, ডুবে থাকরে সদায়।।
মহাভাবের মাতাল হও, সদায় হরি গুণ গাও,
সাধুর দোকানে, ভক্তি রতন কিনে লও
গুরু চিন্তা- চন্দন অঙ্গে মাখাও, সাধুর বাতাস লাগবে গায়।।
বড় সুযোগ পেয়েছ, কেন বসে রয়েছ,
হরি বলে বাহু তুলে, আনন্দে নাচ।
হরি ভক্তের কাছে প্রেম ধন যাচ, দিবে প্রেম তুলে হ্রদয়।।
দয়াল নিতাই চাঁদ যিনি, মহানন্দ চাঁদ তিনি,
সেই বুঝি নগরে এসে দেয় হরিধ্বনি।
এবার ডুবাইলো ধনী-মানী, অশ্বিনী ডুবল না তায়।।