ভবঘুরেকথা
রাধারমণ দত্ত

উদয় হইলায় বা নদীয়ায় চান গৌর হরি–
রাই ভাবেতে আবেশিলায় নদীয়া বিহারী।।

খনে হাসে খনে কাসেদ উলটিয়া পড়ি
মুখে বলে রা-রা-রা ধুলায় গড়াগড়ি।।

ভাইবে রাধারমণ বলে ঐ বাসনা করি–
অন্তিমকালে অধীনেরে দিও চরণ তরী।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!