নাইউরী নাইউর হইলো শেষ এইবার চলো নিজের দেশ,
তোমার জীবন খাতায় লেখা আছে সোয়ামীর আদেশ।।
বাপের বাড়ি কয়েকদিনের ছোট্ট বেলার খেলা
অনন্তকাল স্বামীর বাড়ি নাই বেলা অবেলা বন্ধু,
এই মায়া নগর চারিরে তুই হবি নিরুদ্দেশ
এইবার চলো নিজের দেশ।।
শীঘ্রী চলো গফুর হালী মিসবে যদি যাতে
পাইবা নারে স্বামীর আদর গেলে শূন্য হাতে,
মনের মত হইলে স্বামী থাইকব্যা বন্ধুর সনে
এইবার চলো নিজের দেশ।।
বাপের বাড়ির কথা তোমার রইবে না আর মনে
সেতাই নিচিন্তা পূর রূপের নগর শান্তির পরিবেশ,
এইবার চলো নিজের দেশ।।