রাখো কিংবা মারো এই দয়া করো।
থাকি না যেন তোমারে ভুলিয়া।।
নিশি-দিনে, শয়নে-স্বপনে
পরাণে পরাণ মিশাইয়া,
এই আঁধার রাতে নেও
যদি সাথে নিজ গুণে পথ দেখাইয়া।।
আমি তোমার পাগল, ভরসা কেবল
দ্বীনবন্ধু তোমার নাম শুনিয়া,
নেও যদি খবর, হইবো অমর
নামের সুধা পান করিয়া দয়াল।।
দয়াল নাম তোমার জগতে প্রচার
জীবে দয়া করো বলিয়া,
আব্দুল করিম বলে, রেখ চরণতলে
দিয় না দূরে ঠেলিয়া দয়াল।।
………………………………
আরও পড়ুন:
শাহ্ আব্দুল করিম: জীবনী ও গান