এই দুনিয়া মরার বাসা মরায় মরা আহার করে
এরে দেখে জ্যান্ত মানুষ মাটির তলে পালায় ডরে।।
মরা বিশ্ব ব্রম্মঅন্ড ছত্র দন্ড মাথায় উঠে
মরা মানুষ কান্দে লইয়া বিকায় আবার মরার হাটে
কথা কয়না পয়সা লয়না বিকাইয়া যায় একই দরে।।
পোড়ে গাড়ে ঠাইস্যা ধরে আগুন দিয়া গায়
মরা দেইখা মরা মানুষ ভয়েতে পালায়
উপুর হয়ে কাদে মরায়দাহনে দেয় শেষ করে।।
মরায় কাঁদে মরায় হাসে মরায় হেঁটে যায়
পাগল ছাগল যত সকল দেখিলেই ভয় পায়
জালাল বলে হায়রে হায়ঠিক নাই কবে যাই যে ছেড়ে।।