আজরাইলে চিটি দিয়া, করবে তোমায় ডাকাতি।
পলকে ফুরাইয়া যাইবে, এই দুনিয়ার বসতি।।
টাকা পয়সা চান্দি সোনা, এই ডাকাতে কিছুই চায় না
হীরা কাঞ্চন মুক্তার দানা, ধরবে না সে এক রতি,
এই ডাকাত যে বড় সিয়ান, নিবে শুধু মানুষের প্রাণ
একা ধরে একা মারে, নাই তাহার সঙ্গী সাথী।।
মায়ের বুকে শিশু মারে, কিঞ্চিত দয়া নাহি করে
ঢুকিয়া সে ঘরে ঘরে, নিয়া যায় সতীর পতি,
কতো সন্তান এতিম করে, নিয়া যায় সে মা বাবারে
এতো নিষ্ঠুর কাজ করিয়া, হয় না তার কোন ক্ষতি।।
পুত্র কন্যা বন্ধু আর ভাই, তার হাতে কেউ পায় না রেহাই
কে কখন ভাগে পরে, সবারে করি মিনতি,
হাসানে কয় চিন্তা করি, আমি কখন ভাগে পরি
ইশ্রাইল শাহর চরণ তরী, দিও আমায় সুমতি।।