এই দেশেতে এই সুখ হলো
এই দেশেতে এই সুখ হলো
আবার কোথায় যাই না জানি,
পেয়েছি এক ভাঙ্গা তরী
জনম গেল সেঁচতে পানি।।
আর কিরে এই পাপীর ভাগ্যে
দয়াল চাঁদের দয়া হবে,
আমার দিন এই হালে যাবে
বহি তে পাপের তরণী।।
আমি বা কার কে বা আমার
প্রাপ্ত বস্তু ঠিক নাহি তার,
বৈদিক মেঘে ঘোর অন্ধকার
উদয় হয় না দিনমণি।।
কার দোষ দিবো এই ভুবনে
হীন হয়েছি ভজন বিনে,
লালন বলে কতদিনে
পাবো সাঁইয়ের চরণ দু’খানি।।
…………………………………..
চিত্র:
ফকির লালন সাঁইজির প্রকৃত কোনো ছবি নেই। ব্যবহৃত ছবিটি লালন ফকিরের কাল্পনিক ছবি মাত্র। বহুল ব্যবহৃত হলেও এই ছবির সাথে লালন সাঁইজির আদৌ কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায় না।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….