এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে
সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে।
সেই নগদ তলব তাগিদপত্র নেমে আসবে যবে।।
আমার যখন মহাঘুমে বুঝিবে দুই চোখ
পাড়াপড়শি প্রতিবেশি পাবে কিছু শোক;
শেষে আমিও যে এই পৃথিবীর লোক
ভুলে যবে সবে।।
যতো বড়ো হোক না কেন রাজা-জমিদার
পাকাবাড়ি জুড়ি গাড়ি ঘড়ি ট্রানজিস্টার;
তখন থাকবে না কোনো অধিকার
বিষয়-বৈভবে।।
চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস জল
যেমন আছে তেমনি সরি রইবে অবিকল;
মাত্র আমি আর রইবো না কেবল
জনপূর্ণ ভবে।।
শব্দ স্পর্শ রূপ রস গন্ধ বন্ধ হলে যেন
এই পৃথিবীর অস্তিত্ববোধ রইবে না আর হেন;
পাগল বিজয় বলে, সেই দিন যেন
এসে পড়বে কবে।।
এখন মন সময় আছে হও রে সাবধান,
তোর কাল পেয়ে কাল আসবে যবে
সবি হবে অবসান।।
এ সংসারে এসেছিলে শুভ এক লগ্নে
বাল্য-কৈশর-যৌবন গেলো বিলাসের স্বপ্নে;
ও তুই মোহে পড়ে মহাযত্নে
করলি বিষয়ের বিষ পান।।
তুই ভাবিস তুই বড় হচ্ছিস বিধির কালক্রমে
প্রতিদিন তোর জমার খাতার একটি দিন কমে;
তবু তুই এমন করিস মনের ভ্রমে
ঠিক পেলি না লাভলোকসান।।
বেলা গেলো তবু যে তোর ধলোখেলার মতো
অন্ধকারে চলিতে তোর হবে অন্ধবৎ
তোর জীবনে সেই হারানো পথ
সন্ধ্যায় পাবি না সন্ধান।।
পাগল বিজয় বলে, বৃথা কাজে গেলো এ জীবন
আলোর আশ ঘুরে মরলাম আলেয়ার পিছন;
তোর সম্মুখে পারাবার ভীষণ
করলি কই পারের বিধান।।