(তাল-কাশ্মিরী)
নিদান বন্ধু বটে, এই ভবের হাটে।
নিদানে পড়িলে মনে কত ভাব উঠে।।
নিদান আমার বন্ধু ধরে যারে, ভোগ বিলাসের দফা সারে,
সুখ পৈশাচি তাড়িয়ে দূরে, দুঃখ সম্পত্তি দেয় গো জুঠে।।
সুখ পেলে মন রয় না বাটী, ধরতে চায় সে বিষের বাটি,
বোঝাই করে ময়লা মাটী, ডুবে মরে ভবের ঘাটে।।
দুঃখ ভার্য্যা তাপ রজকিনী, মনের ময়লা ঘুচান তিনি,
দন্ড সাবান জ্বালিয়া ধনি, মনকে কাচে শাসন পাটে।।
দীন বন্ধু হরি যিনি, নিদানেরই বন্ধু তিনি,
তত্ত্ব জেনে শূলপানি, সদায় সে শ্মশানে ছোটে।।
দয়াল মহানন্দ বলে, গুরু দন্ড না হইলে,
কিসে মনের ময়লা খোলে, অশ্বিনী তুই যাস না চটে।।