এই যে দেহ-মানুষ ঘুড্ডি, তিন শ’ ষাইট জোড়ার হাড্ডি
সেই ঘুড্ডির কামানী।
সেই দীর্ঘ-পাশে সাড়ে তিন হাত-পাখা দু’খানি,
তিনশ’ ষাইট রগের বন্ধন, তাহা দেখে লাগে ধন্ধ,
আরও চামড়ার ছাউনী;
সেই সে ঘুড্ডি তৈয়ার করে, কামেলা তার ভিতরে,
সে ঊর্ধ্ব ভাবে সূতা রাখে, নীচে উড়াইছে।
উড়তেছে হাওয়ার জোরে, কামেলা তার ভিতরে,
সেই জোরে ঘুড্ডি উড়তেছে।
তাই পাগল কানাই বলে,
দেখে সেই ঘুড্ডির চবি সদাই প্রাণ বিদরে,
বাতাস যে দিন বন্ধ হবে, ঘুড্ডি সেদিন ধাপ্পা খাবে,
-উড়বে না যুগ যুগান্তরে।
::দেহতত্ত্ব