ভবঘুরেকথা

(তাল-কাণ্ডয়ালী)
এই হরি নাম মহামন্ত্র সর্ব্ব যুগের সার,
হাতে কাম মুখে হরিনাম লওরে বারে বার।
ছাড় অসৎসঙ্গ কু-কথা বারে বার।
সত্য বাক্য মনকে সূক্ষণ, রাখ মন আমার।।

১। ডঙ্কা, সিঙ্গা, ঝাজ, ঢোল, কাশী লও ধরি,
উচ্চস্বরে ব্যক্ত ক’রে, বল হরি হরি।
গোলকে গোপনে ছিল, কলিতে নাম ব্যক্ত হল,
মন সাধ মিটাইয়ে নেও, পুরিয়া উদর।।

২। বহু শাস্ত্রিক বক্ত যারা, তাদের এই রীতি,
তর্ক দিয়ে জয়ী হইবে, মনের এই গতি।
বৃথা তর্ক ছেড়ে দেও, পরের সম্বল করে লও,
পারের বেলা ঘটবে জ্বালা, গতি কে তোমার।।

৩। শাস্ত্র গ্রন্থ লোক বুঝান, দৃষ্টান্ত প্রমাণ,
উহাতে কখনও পাওয়া যায় না ভগবান।
মন প্রাণ দিয়ে তাঁহারে, নয়ন রেখে এক নেহারে,
যুদ্ধের বেশে, রূপের দেশে, করগে সময়।।

৪। প্রেমিক গুরুর হুকুম নিয়ে, যেও সমরে,
যুদ্ধে অগ্রসর হইও, অতি হুসিয়ারে
সদা রেখ উর্দ্ধ নয়ন, পলক মারিও না কখন,
জুড়িও ঐ রূপের বাণ, জ্ঞান ধনুক উপর।।

৫। অনুরাগ সৈন্যকে নিয়ে, রণে দেও হানা,
কাম দ্রোনকে বধ আগে, দুষ্ট সেইজনা।
আদিত্য কয় শুনরে দীনা, শ্রী হরি নাম ভুলিও না,
হরি গোসাইর উপাসনা, ছাড়িও না আর।।

……………………………..
লোকশিক্ষা
রাগিনী-বিরোলা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!