মনরে তুই মনের একটা গান শুনা।
(কত) পাহাড় জঙ্গল ঘুরাইলে, না পাইলে তাঁর ঠিকানা।।
ভাল মন্দ করো পরিচয়
কোথায় থাকে কি রূপ ধরে।
আহার বিহার কিবা করয়, কি পাইলে হয় শান্তনা।।
মন বিরাজে প্রত্যেকের ঘরে
সবে জানে আরেকটা মন, গাছেতে ধরে।
ওজন হয় মনের পাথরে, তিন মনে একমন কি’না।।
আমির উদ্দিন মনের খোঁজ করি
যতই খুঁজি যতই বুঝি, করে আমিরী।।
(যারা) রাখলো মনের ভাণ্ডার ভরি, তারা পাইল রাব্বানা।